সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জালালুদ্দিন রুমি

আমি কি তোমায় বলিনি আমাকে ত্যাগ কোরো না, কারণ আমিই তোমার একমাত্র বন্ধু আমিই প্রাণের উৎস। এমনকি যদি তুমি রাগ করে হাজার বছরের জন্যও দূরে সরে যাও তবু তুমি আমার কাছেই ফিরে আসবে, কারণ আমিই তোমার লক্ষ্য, আমাতেই তোমার সমাপ্তি। আমি কি তোমায় বলিনি এই রঙিন দুনিয়ার মায়ায় জড়িও না কারণ একমাত্র আমিই মানুষের জীবন রাঙাই। আমি কি বলিনি তুমি এক মাছ, শুষ্ক ডাঙায় যেও না কারণ আমিই গভীর সমুদ্র। আমি কি বলিনি পাখির মত করে জালে আটকা পড়ো না কারণ আমিই তোমার ডানা, আলোর উৎস। আমি কি বলিনি তারা যেনো তোমার মনকে বদলে না দেয়, তোমায় বরফ করে না তোলে কারণ আমিই আগুন, আমিই উষ্ণতা। আমি কি বলিনি তারা তোমায় পথভ্রষ্ট করবে, এবং ভুলিয়ে দেবে যে আমিই সকল গুণের ঝর্ণাধারা। আমি কি তোমায় বলিনি আমার কাজকে প্রশ্ন কোরো না কারণ সবকিছু নিয়মমাফিক চলছে -- আমিই স্রষ্টা। আমি কি বলিনি তোমার হৃদয় তোমায় বাড়ি ফিরিয়ে আনবে কারণ সে জানে, আমিই তোমার প্রভু। ................................... "তুমি মনে করো তুমি বেঁচে আছো কারণ তুমি বাতাসে দম নিচ্ছো ? লজ্জা তোমার জন্য যে তুমি এত সীমিতভাবে বেঁচে আছো ! ভালোবাসাহীন থেকো