সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুরআন ও আহলে বাইত

১. https://www.facebook.com/masud.alam.nure/posts/1438282309628569 সূরা শুরার ২৩ নং আয়াতে আল্লাহপাক বলেন, "বলুন, আমি এ(ই কুরআনে)র বিনিময়ে আমার নিকটাত্মীয়ের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছু চাই না।" অতএব, কুরআনের বিনিময় মূল্য হলো রাসুল (সা.) এর নিকটাত্মীয়দেরকে ভালোবাসা। এই মূল্য পরিশোধ না করে কুরআন নামক গাইড বই (হেদায়েত - পথনির্দেশিকা) ব্যবহার করা উচিত হবে না। যদি কেউ তা করে, তবে সেটা হয়ে যাবে চুরি করা। চুরি করা গরু দিয়ে কুরবানি হয় না, ডাকাতির টাকায় হজ্জ্ব করলে তা কবুল হয় না, চুরির টাকা দিয়ে যাকাত দিলে তা কবুল হয় না -- এমতাবস্থায় এটা কিভাবে সম্ভব যে, কুরআনকে চুরি করে তারপর কুরআনভিত্তিক আমল করলে তা গ্রহণ হবে? যারা রাসুলের (সা.) নিকটাত্মীয়দেরকে মহব্বত করে না, তারা কুরআন চোর। কুরআনের বিনিময় মূল্য তারা দেয়নি। দোকান থেকে এক বাক্স চকলেট এনে তার যদি মূল্য পরিশোধ না করেন, তবে ঐ চকলেট খাওয়া আপনার জন্য হারাম তো বটেই, বরং আল্লাহর অভিশাপে পেট খারাপও হতে পারে। ঠিক তেমনি মুসলিম জাতির ইতিহাসে যারা রাসুল (সা.) এর নিকটাত্মীয়দেরকে ভালোবাসেনি, তারা যতই কুরআনভিত্তিক আমল করুক না ক