সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইসলাম - শার্লি এবদোর সন্ত্রাসী হামলা ও বর্তমান মুসলিম মানস

ফ্রেঞ্চ ম্যাগাজিন শার্লি এবদোয় সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ফেইসবুক, টুইটারসহ ইন্টারনেটের নানাভাবে নানান মতের মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন। প্যারিসে একটি মিছিলে অংশ নিয়ে বেশকিছু বিশ্বনেতাও তাদের নৈতিক অবস্থান পরিষ্কার করেছেন। এক সপ্তাহ যাবত এগুলো পর্যবেক্ষণ করছি, এবং এখন কিছু লেখা যেতে পারে বলে মনে করছি। শুরুতেই বলে নিই যে, প্রথমতঃ এই সন্ত্রাসী হামলার ঘটনাটি আসলেই কোনো সংক্ষুব্ধ মুসলিম গ্রুপের দ্বারা সংঘটিত হয়েছে কিনা, তার প্রমাণ নেই। বরং ৯/১১ এর টুইন টাওয়ার হামলার ঘটনার মতই এর পিছনে আমরা অন্য কোনো মোটিভ দেখতে পাই। দ্বিতীয়তঃ যদি মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করার কারণে সংক্ষুব্ধ কোনো মুসলিম গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েও থাকে, তবুও সেটাকে আমরা সমর্থন করতে পারি না। কারণ, ব্লাসফেমি আইনে মৃত্যুদণ্ড কেবলমাত্র একজন 'যোগ্য দ্বীনি নেতৃত্বই' দিতে পারেন, আর এক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার ঘটেনি। অতএব এটি সুস্পষ্ট সন্ত্রাসবাদ, এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ঘটনার কোনোই বৈধতা নেই। তাই মুসলিম হিসেবে আমরা এই ঘটনার সমর্থন করতে পারি না, এবং সেই সন্ত্রাসীদেরকেও সমর্থন দিতে পারি

পথিকের গল্প

তারপর… পথ চলতে চলতে...। ক্লান্ত পথিক থামে। এতক্ষণে পানি পাওয়া গিয়েছে। দীর্ঘ পথ হেঁটে পিপাসার্ত, শ্রান্ত সে। সেই কবে বাড়ি ছেড়েছে মনে পড়ে না। বাড়ির কোনো স্মৃতিও নেই তার। শুধু জানে, দুই যুগ হলো বাড়ি ছেড়ে এসেছে সে। দীর্ঘ দিন পথ হেঁটেছে সে, পথিমধ্যে বাণিজ্য করেছে হরেক রকম জিনিসের। সেসব আছে তার কাঁধের ঐ বড়সড় ঝুলিতে। পথিকের সারা জীবনের উপার্জন। ঝুলিটা খুব সাবধানে পাশেই নামিয়ে রাখে পথিক। হাঁটু গেড়ে বসে হ্রদের পানিতে নিজের ছায়া দেখে। তারপর প্রাণভরে পানি খেয়ে নেয়। হাত-মুখ ধুয়ে রুমালটা বের করে তাই দিয়ে মোছে। তারপর সেখানেই বসে উদাস দৃষ্টিতে ঝুলির দিকে তাকিয়ে থাকে। বড়সড় এক ঝুলি। তার সারা জীবনের উপার্জন। কথার জাদুকর সে। কথা বিকিয়ে বেড়ানোই তার কাজ, আর ঝুলির উপার্জন সব ঐ জাদু দেখিয়েই পাওয়া। গল্প, গান, কবিতা আর কথার জাদুতে মানুষকে মুগ্ধ করে সে। কত রকমের কথা ! নিত্য নতুন কথা। অথবা হয়তো পুরনো কোনো কথা, কিন্তু জাদুুর ছোঁয়ায় প্রতিবারেই তাতে নতুনত্ব আসে। লোকে মুগ্ধ হয়ে শোনে। পথিকের ঝুলি ভরে ওঠে। প্রতিটা দিনের শেষে দর্শক বাড়ি ফিরলে কথার জাদুকর পথিক তার ঝুলি কাঁধে নিয়ে যাত্রা করে। আবার শুরু হয় পথচলা। এমনি করে