সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খোদার জন্যেই ভালোবাসা, খোদার জন্যেই ঘৃণা করা

"... বহুকাল যাবৎ মানুষ স্বর্গের চাবিকাঠি খুঁজে আসছে। কিন্তু তারা ভুল জায়গায় সুখের সন্ধান করছে। নিশ্চিতভাবেই সুখ সেখানে নেই। সুখকে মানুষ গুপ্তধন মনে করে, আর এই মায়ার কারণেই সুখ খুঁজে পায় না। এককথায়, তারা "চাবি" বা "রহস্য" খুঁজছে। অথচ ব্যাপারটা মোটেও জটিল নয়। মূসাকে (আ.) এই রহস্য খোদা এককথায় বলে দিয়েছেন : "আমার তরেই ভালোবাসো, আমার তরেই ঘৃণা করো।" যখন বলা হয় যে, "বেলায়েত মেনে নিলেই আমল কবুল হয়", এর অর্থ হলো (ইমামের প্রতি) এই ভালোবাসা খোদার তরে। এর মানে হলো, যে কাউকে খোদা ভালোবাস েন, তুমিও তাকে ভালোবাসো। অর্থাৎ খোদার কারণে ভালোবাসা, খোদার তরেই ভালোবাসা সৃষ্টি হওয়া। বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, এমনকি তোমার নিজের অন্তরের তৃপ্তির জন্যেও নয়। শুধুই খোদার তরে ! যদি তোমার ভালোবাসার মানদণ্ড হয় খোদা, তখন এমনকি যদি কেউ মূল্য না-ও দেয়, তবুও তুমি ভালোবেসে যাও ! যদি জবাবে অকৃতজ্ঞতা পাও, তবুও তুমি সঠিক কাজটাই করে যাও ! যারা শেষ পর্যন্ত (এই সৎকাজ, ভালোবাসা) ধরে রাখতে পারে না, তাদের কাজ খোদার তরে নয় ! খোদার তরে তুমি যত কষ্ট করবে, ততই তোমার আধ্যাত্মিক মর্যাদা