সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মুসলিম ইতিহাসের বিভিন্ন 'ইসলামের মহান খাদেম' যেমনটা ছিলেন...

ব্রুনাইয়ের সুলতানের নাম হাসানুল বলকিয়াহ। ১৯৬৭ সাল থেকে তিনি ব্রুনাইয়ের সুলতান এবং সাংবিধানিক আইনের মাধ্যমে তিনি বিচারের উর্ধ্বে (সৌদি বাদশাহর মতন)। পৃথিবীর সবচে' ধনী ব্যক্তিদের একজন, যার সম্পদের মূল্য ২০ বিলিয়ন ডলার। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইটহুড প্রদান করেছেন। তিনি ব্রিটিশ আর্মড ফোর্স এর অনারারি জেনারেল! তার বাসভবনের (প্রাসাদের) নাম ইসতানা নুরুল ইমান, যার আয়তন সাড়ে ২১ লাখ বর্গফিট, যাতে মাত্র ১৭০০+ রুম আছে! (তুর্কি সুলতান এরদোয়ানের শ্বেত প্রাসাদের কথা স্মরণ হচ্ছে!) ব্রিটেনের "কমনওয়েলথ ফান্ড"-এ তিনি নিয়মিত টাকা দিয়ে থাকেন। আর ব্যক্তিগত জীবনে প্রথমে তিনি কাজিনকে বিয়ে করেন, তারপর ব্রুনাই এয়ারলাইন্সের এক এয়ার হোস্টেসকে, ভালো না লাগায় তাকে ডিভোর্স দিয়ে দেন এবং মালয়েশিয়ান এক টিভি প্রেজেন্টারকে বিয়ে করেন যিনি তার থেকে মাত্র ৩৩ বছরের ছোট (আমাদের রেলমন্ত্রী এখনো এগিয়ে আছেন)। পাঁচ বছর পর আবার তাকেও ডিভোর্স দিয়ে দেন! ও হ্যাঁ! আর তিনি গাড়ি খুব ভালোবাসেন। তাই মাত্র ২৫০০টা গাড়ির একটা ছোট্ট কালেকশান গড়ে তুলেছিলেন, পরে টাকার সঙ্কটে পড়ায় সব গাড়ি সে