সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মুসলিম ইতিহাসের বিভিন্ন 'ইসলামের মহান খাদেম' যেমনটা ছিলেন...

ব্রুনাইয়ের সুলতানের নাম হাসানুল বলকিয়াহ।
১৯৬৭ সাল থেকে তিনি ব্রুনাইয়ের সুলতান এবং সাংবিধানিক আইনের মাধ্যমে তিনি বিচারের উর্ধ্বে (সৌদি বাদশাহর মতন)।
পৃথিবীর সবচে' ধনী ব্যক্তিদের একজন, যার সম্পদের মূল্য ২০ বিলিয়ন ডলার।
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইটহুড প্রদান করেছেন।
তিনি ব্রিটিশ আর্মড ফোর্স এর অনারারি জেনারেল!
তার বাসভবনের (প্রাসাদের) নাম ইসতানা নুরুল ইমান, যার আয়তন সাড়ে ২১ লাখ বর্গফিট, যাতে মাত্র ১৭০০+ রুম আছে! (তুর্কি সুলতান এরদোয়ানের শ্বেত প্রাসাদের কথা স্মরণ হচ্ছে!)
ব্রিটেনের "কমনওয়েলথ ফান্ড"-এ তিনি নিয়মিত টাকা দিয়ে থাকেন।
আর ব্যক্তিগত জীবনে প্রথমে তিনি কাজিনকে বিয়ে করেন, তারপর ব্রুনাই এয়ারলাইন্সের এক এয়ার হোস্টেসকে, ভালো না লাগায় তাকে ডিভোর্স দিয়ে দেন এবং মালয়েশিয়ান এক টিভি প্রেজেন্টারকে বিয়ে করেন যিনি তার থেকে মাত্র ৩৩ বছরের ছোট (আমাদের রেলমন্ত্রী এখনো এগিয়ে আছেন)। পাঁচ বছর পর আবার তাকেও ডিভোর্স দিয়ে দেন!
ও হ্যাঁ! আর তিনি গাড়ি খুব ভালোবাসেন। তাই মাত্র ২৫০০টা গাড়ির একটা ছোট্ট কালেকশান গড়ে তুলেছিলেন, পরে টাকার সঙ্কটে পড়ায় সব গাড়ি সেল করে দিয়ে এখন মাত্র ১০০টা গাড়ি উনার রাজপ্রাসাদের আন্ডারগ্রাউন্ড গ্যারেজে!
প্লেন চালাতে উনার খুব ভাল্লাগে তাই এটা বোয়িং ৭৪৭ কিনে রেখেছেন নিজের কালেকশানে।
গোল্ড উনার খুব প্রিয়, তাই ২৪ ক্যারেট গোল্ড দিয়ে একটা রোলস রয়েস মুড়িয়ে নিয়েছেন তিনি।
কিন্তু……………
রাষ্ট্রধর্ম ইসলাম!
তিনি সে রাষ্ট্রের "খলিফা"!
তিনি অনেক মসজিদ মাদ্রাসা তৈরী করেছেন!
তিনি ইসলামী শরীয়াকে দেশের আইন হিসেবে ঘোষণা করেছেন!
মুসলমানরা বড়দিন উদযাপন করলে কঠোর শাস্তির বিধান করেছেন!
অতএব আপনারা সকলে উনার মহত্বের প্রশংসা করুন, এবং তিনি যে ইসলামের একনিষ্ঠ খাদেম, সে কথা প্রচার করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

টাকার ইতিহাস, মানি মেকানিজম ও ব্যাঙ্কিং সিস্টেমের মহা জুলুম

ভূমিকা: জালিমের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক সংগ্রাম  (মহররম: ইনফো সিরিজ এর শেষ পোস্ট ছিল এটা। মূল সিরিজটি পড়ে আসুন ) জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের মাস হলো মহররম মাস। জালিমের মুখোশ উন্মোচনের মাস মহররম। জুলুমের কূটকৌশল উন্মোচনের মাস মহররম। আধুনিক সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থায় লেজিসলেশান (সংসদ), আর্মড ফোর্সেস (আর্মি) ও জুডিশিয়ারি (আদালত) হলো এক মহা জুলুমের ছদ্মবেশী তিন যন্ত্র, যারা পরস্পর পরস্পরকে সাহায্য করে জুলুম টিকিয়ে রাখার জন্য। তারচেয়েও বড় জালিম হলো big corporations: বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা তাবৎ দুনিয়াকে দাস বানিয়ে রেখেছে। আর এই দাসত্বের শৃঙ্খলে তারা আমাদেরকে আবদ্ধ করেছে ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে: টাকা আমাদের শ্রমকে ধারণ করে, অথচ সেই টাকার মূল্য আপ-ডাউন করায় অন্যরা -- ব্যাংক ব্যবসায়ীরা! টাকা আমাদের শ্রমকে সঞ্চয় করার মাধ্যম, অথচ সেই টাকা আমরা প্রিন্ট করি না, প্রিন্ট করে (ব্যাংকের আড়ালে) কিছু ব্যবসায়ী! সেই টাকার মান কমে যাওয়া (বা বেড়ে যাওয়া) আমরা নির্ধারণ করি না -- নির্ধারণ করে ব্যাঙ্ক (ব্যবসায়ীরা)! ইমাম হুসাইনের (আ.) প্রতিবাদী চেতনাকে ধারণ করব, শোকাহত হ

ধর্মব্যবসা: মুসলমানদের হাতে ইসলাম ধ্বংসের অতীত-বর্তমান (১)

ভূমিকা যদিও পলিটিকাল-রিলিজিয়াস ইস্যুতে নিশ্ছিদ্র আর্গুমেন্ট উপস্থাপন করে আলোচনা করার অভ্যাস আমার, কিন্তু এখানে বিস্তারিত ইতিহাস তুলে ধরে আর্গুমেন্ট করার প্রথমতঃ ইচ্ছা নেই, দ্বিতীয়তঃ সময় ও সুযোগ নেই। আমি যা সত্য বলে জানি, তা সংক্ষেপে তুলে ধরছি। যারা আমার উপর আস্থা রাখেন তাদের জন্য এই লেখাটি সোর্স অব ইনফরমেশান, উন্মুক্ত হৃদয়ের মানুষদের জন্য সত্য অনুসন্ধানের নতুন কিছু টপিক, আর প্রেজুডিসড ধর্মান্ধ রোগগ্রস্ত অন্তরের জন্য রোগ বৃদ্ধির উছিলা। শেষ পর্যন্ত আর্গুমেন্ট ও ডায়লগের দুয়ার উন্মুক্ত রাখার পক্ষপাতী আমি, কিন্তু সেই আর্গুমেন্ট অবশ্যই সত্য উন্মোচনের নিয়তে হওয়া উচিত, নিজের দীর্ঘদিনের লালিত বিশ্বাস ও ধ্যান ধারণাকে প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে নয়। মক্কা-মদীনা: মুহাম্মদ (সা.) থেকে আলে-সৌদ (৬২৯-১৯২৪) এদেশের অধিকাংশ মানুষ মক্কা-মদীনার ইতিহাস কেবল এতটুকু জানেন যে, মুহাম্মদ (সা.) মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। কিন্তু প্রায় চৌদ্দশ’ বছর আগে মুহাম্মদ (সা.) এর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র থেকে আজকের রাজতান্ত্রিক সৌদি আরবের ইতিহাস কম মানুষই জানেন। প

পিস টিভি, জাকির নায়েক ও এজিদ প্রসঙ্গ

সম্প্রতি গুলশান হামলার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া ও বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। আমি তখন দিল্লীতে ছিলাম। দেশে ফিরে শুনি পিস টিভি ব্যান করা হয়েছে বাংলাদেশে, এবং তার আগে ইন্ডিয়াতে। আমার বাসায় টিভি নেই, এবং আমি জাকির নায়েকের লেকচার শুনিও না। কিংবা পিস টিভিতে যারা লেকচার দেন, বাংলা কিংবা ইংলিশ -- কোনোটাই শুনি না; প্রয়োজন হয় না। তাছাড়া আমার ইসলামের বুঝ জাকির নায়েকসহ পিস টিভি ও তার বক্তাদেরকে ইন জেনারেল আমার কাছে অগ্রহণযোগ্য করে তুলেছে। Peace TV বন্ধ হওয়ায় এদেশে বিকৃত ইসলাম প্রসারের গতি কমলো -- এটাই আমার মনে হয়েছে। একইসাথে আমি এটাও মনে করি যে, যেই অভিযোগ পিস টিভিকে ব্যান করা হয়েছে, তা নিছক অজুহাত। জাকির নায়েক কখনো জঙ্গীবাদকে উস্কে দিয়েছেন বলে আমার জানা নেই। কিংবা পিস টিভির লেকচার শুনে শুনে ISIS জঙ্গীরা সন্ত্রাসী হয়েছে -- এটা নিতান্তই হাস্যকর কথা। ISIS এর ধর্মতাত্ত্বিক বেইজ সম্পর্কে মোটেও ধারণা নেই, এমন লোকের পক্ষেই কেবল ISIS এর জন্য জাকির নায়েককে দোষ দেয়া সম্ভব। একইসাথে আমি এ বিষয়েও সচেতন যে, পিস টিভি বন্ধ করা হয়েছে আমাদের সরকারের রেগুলার “ইসলামবিরোধী কর্মকাণ্ডের অংশ