সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চেস্টার বেনিংটনের সুইসাইড ও প্রাসঙ্গিক ভাবনা

চেস্টার বেনিংটন সুইসাইড করেছে দুইদিন হলো। বিখ্যাত মার্কিন রক মিউজিক ব্যান্ড Linkin Park এর গায়ক ছিল সে। গানের কথাগুলিও সে-ই লিখত। টাকা পয়সা, যশ-খ্যাতি, আরাম-আয়েস, স্ত্রী-সন্তান - কী ছিল না তার! এতকিছু থেকেও কিছু একটা ছিল না। যে কারণে -- একটা সুইসাইড তো আর হুট করে হয় না। সাধারণতঃ দীর্ঘদিন ধরে এটা ডেভেলপ করে। একটা মানুষ মানসিকভাবে কষ্টে থাকে। বাইরে সুস্থ স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে সে ভালো থাকে না। এভাবে দিনের পর দিন। চলতে চলতে... সবারই ব্রেকিং পয়েন্ট থাকে। সেইখানে পৌঁছে গেলে অনেকে সুইসাইড করে। চেস্টার বেনিংটনের সুইসাইড শুধুমাত্র তার মৃত্যুর চিত্র তুলে ধরে না, সেইসাথে তুলে ধরে তার দীর্ঘদিনের "ভালো না থাকার" গল্প। মাত্র দুইমাস আগে তারই বন্ধু আরেক বিখ্যাত গায়ক ক্রিস কর্নেল সুইসাইড করেছে। আর এখন চেস্টার বেনিংটন। Numb, Crawling, In the End, One Step Closer, Breaking the Habit - এসব গানের অন্তত লিরিক্স সার্চ করে পড়ে দেখবেন - যারা এসবের সাথে পরিচিত নন -- শুধু এটুকু জানার জন্যে যে, গানগুলিতে কী অনুভূতি সে ব্যক্ত করত! এমনকি বাংলাদেশেরও - আমাদেরও ইয়াং জে