সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আন্তর্জাতিক রাজনীতি - ফিলিস্তিন

ফিলিস্তিন ইস্যুতে মানুষ চিনে নিন ফিলিস্তিন ইস্যু হলো প্রকৃত মানুষ চেনার কষ্টিপাথর। যারা মুখে ইসলামের বড় বড় কথা বলে কিন্তু ফিলিস্তিন ইস্যু এলে চুপ করে যায়, তাদেরকে চিনে নেবার প্রকৃত সময় এখন। আর এরাই হলো ইহুদীবাদীদের দালাল, কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য-সমর্থনকারী। খুঁজে দেখুন কোথায় আজ কাতারের আশ্রয়ে থাকা ইউসুফ আল কারযাভি? যিনি ফিলিস্তিনীদের বন্ধু হিজবুল্লাহকে ‘হিজবুশ-শয়তান’ আখ্যা দিয়েছিলেন? নিপীড়িত ফিলিস্তিনী সুন্নি মুসলিমদের সর্বোচ্চ সাহায্যকারী শিয়া মুসলিমদেরকে যিনি ‘বিভ্রান্ত’ আখ্যা দিয়েছিলেন। যিনি সিরিয়ার তাকফিরি সন্ত্রাসীদের সাথে মিলে তথাকথিত "জিহাদ” ফরজ বলে ফতোয়া জারি করেছিলেন। কোথায় আজ সেই ইউসুফ আল কারযাভি? আজকের গাজায় ইসরাইলী বর্বর গণহত্যার বিপরীতে তো তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না! কেন ইসরাইলের বিরুদ্ধে জিহাদের ডাক দিতে গিয়ে এসব দরবারী আলেমের কণ্ঠ বুঁজে আসে? Peace TV নাম দিয়ে টিভি চ্যানেল করে ইসলাম প্রচার করে বেড়ানো বিখ্যাত জাকির নায়েক, যিনি কিনা ইয়াজিদকে ‘জান্নাতি’ বলে প্রচার করেন, তিনিইবা কেন ইসরাইলের বিরুদ্ধে কিছু বলছেন না? ইরানের বাইরে দুনিয়ার আর সব আলেমরা