ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রব্যবস্থার তিনটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সংক্ষেপে ইসলামী আদর্শ ও আইন-কানুন, জনপ্রতিনিধিত্বশীলতা ও রাষ্ট্রের বিভিন্ন বিভাগের পরস্পর থেকে পূর্ণ স্বাধীনতা। দেশের নাম ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান’। এর সার্বভৌমত্ব আল্লাহর, এ কারণে ইসলামের অকাট্য আইন-বিধানগুলো অলঙ্ঘনীয় ও অপরিবর্তনীয়। সাধারণভাবে কোরআনে বর্ণিত আইন সমূহ এবং রাসূলুল্লাহ্ (ছ্বাঃ), হযরত ফাতেমাহ্ ও হযরত আলী থেকে শুরু করে আহলে বাইতের বারো জন ইমামের উক্তি থেকে নিষ্পন্ন এবং শিয়া মাযহাবের কাছে গৃহীত আইনসমূহ ইরানের অলঙ্ঘনীয় ও অপরিবর্তনীয় আইন হিসেবে পরিগণিত। তবে ধর্মীয় সংখ্যালঘুরা (ইয়াহূদী, খৃস্টান ও যরথুস্ত্রী - যাদের পার্লামেন্টে স্বতন্ত্র প্রতিনিধি আছেন) ও সুন্নী মাযহাবগুলোর জন্য ধর্মাচরণে ও সামাজিক পারিবারিক (যেমনঃ বিবাহ, তালাক্ব, উত্তরাধিকার ইত্যাদিতে) তাদের নিজ নিজ ধর্মের বা মাযহাবের আইন-বিধান কার্যকর হবে। দু’ধরনের আইনে সাংঘর্ষিকতা দেখা দিলে সাধারণভাবে শিয়া আইনকে প্রাধান্য দেয়া হয়, কিন্তু কোনো শহরে অন্য ধর্মাবলম্বীরা বা সুন্নীরা সংখ্যাগুরু হলে সেখানে তাদের আইন প্রাধান্য পায়। সর্বোচ্চ ধর্মীয়...
ইসলাম, সমাজ ও রাজনীতি বিষয়ে সমসাময়িক চিন্তা