সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সংবাদ ও আবেগী মুসলমানদের গোল্ডফিশ মেমোরি

---সংবাদ ও আবেগী মুসলমানদের গোল্ডফিশ মেমোরি---

এরদোয়ানের স্ত্রী মজলুম রোহিঙ্গাদের সাথে দেখা করার জন্য বাংলাদেশে এসেছেন। (৭ সেপ্টেম্বর, ২০১৭)
ইজরাইলের দাবানল নিভানোর জন্য ৩টি স্পেশাল বিমান পাঠানোয় এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন ইজরাইলী প্রাইম মিনিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু। (২৬ অক্টোবর, ২০১৬)
ইজরাইলী দাবানল নিভাতে দুটি স্পেশাল বিমান পাঠিয়েছেন এরদোয়ান। (৩ ডিসেম্বর, ২০১০)
...........................................................................
২০১০ সালের গাজা অভিমুখী তুর্কি NGO-র জাহাজে ইজরাইল হামলা করে ৯ জনকে হত্যা করে। পরে টাকার বিনিময়ে সে মামলা তুলে নিয়ে ইজরাইলের সাথে চুক্তিস্বাক্ষর করেন এরদোয়ান। (৩১ অগাস্ট, ২০১৬)

"ইজরাইল একটা সন্ত্রাসী রাষ্ট্র, তারা নিরীহ শিশুদের হত্যা করে" - এরদোয়ান। (১৯ নভেম্বর, ২০১২)
"ইজরাইলকে তুরস্কের দরকার, এটা আমাদের স্বীকার করে নিতে হবে।" - এরদোয়ান। (২ জানুয়ারি, ২০১৬)
ইজরাইলী আর্মির জন্য মিলিটারি বুট ও ইউনিফর্ম সাপ্লাই করে এরদোয়ানের তুরস্ক, গাজা ফ্রিডম ফ্লোটিলা নিয়ে সম্পর্ক খারাপ হলেও ব্যবসা আগের মতই ভালো চলছে। (৩০ মে, ২০১১)
ইজরাইলী এয়ারপোর্টে হামাসের রকেট হামলা, বিভিন্ন দেশের সাথে ইজরাইলের ফ্লাইট স্থগিত। ফিলিস্তিনের বিরুদ্ধে ইজরাইলের যুদ্ধ চালানোর জন্য বিভিন্ন দেশ থেকে রিজার্ভ সৈন্য ইজরাইলে ফিরিয়ে আনতে হবে। এই সৈন্য পরিবহনের দায়িত্বে আছে টার্কিশ এয়ার। (৫ অগাস্ট, ২০১৪)
.............................................................................
বাংলাদেশে বিরোধী নেতাকর্মীর উপর দমন-পীড়ন, একদিনে ৩০০+ জামাত-শিবিরের নেতাকর্মী গ্রেফতার। (ফেব্রুয়ারী ১৩, ২০১৩)
দিগন্ত টিভি ও ইসলামিক টিভি সরকারী হস্তক্ষেপে বন্ধ। (৫ই মে, ২০১৩)
ফিল্মি কায়দায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান গ্রেফতার, প্রেস সিলগালা, পত্রিকার প্রকাশনা বন্ধ। (১১ই এপ্রিল, ২০১৩)

তুরস্কের সরকারবিরোধী ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরবর্তী ৪৮ ঘন্টায় ৩,০০০+ বিচারককে বরখাস্ত + গ্রেফতারের আদেশ এরদোয়ানের, ৫০,০০০ সরকারী কর্মচারী সাসপেন্ডেড, ১৫,০০০ শিক্ষক সাসপেন্ডেড, ২১,০০০ শিক্ষকের লাইসেন্স বাতিল, সকল ইউনিভার্সিটি মোট ১৫৭৭ জন ডিন চাকরিচ্যুত
এবং...
২৪টি রেডিও-টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল।
এবং ৩৮ হাজার বিরোধী নেতাকর্মীকে জেলে ঢুকাতে ৩৮ হাজার দণ্ডপ্রাপ্ত কয়েদীকে জেল থেকে ছেড়ে দেয়া। (জুলাই, ২০১৬)
(আর এই অভ্যুত্থান নাটকের সময় এই জামাত-শিবিরের লোকেরাই খলিফা (!) এরদোয়ানের জন্য দোয়া করে শ্লোগান দিয়ে আবেগে ফেইসবুক কাঁপিয়ে ফেলেছিলো‍!)
..............................................................................
আর বেশি তথ্য দেবো না, কেউ পড়ে না বড় বড় লেখা।
কেবল বলতে মন চায়... "কত রঙ্গ জানোরে মানুষ, কত রঙ্গ জানো!"

http://nure-alam-masud.blogspot.com/2016/07/blog-post_24.html

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

টাকার ইতিহাস, মানি মেকানিজম ও ব্যাঙ্কিং সিস্টেমের মহা জুলুম

ভূমিকা: জালিমের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক সংগ্রাম  (মহররম: ইনফো সিরিজ এর শেষ পোস্ট ছিল এটা। মূল সিরিজটি পড়ে আসুন ) জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের মাস হলো মহররম মাস। জালিমের মুখোশ উন্মোচনের মাস মহররম। জুলুমের কূটকৌশল উন্মোচনের মাস মহররম। আধুনিক সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থায় লেজিসলেশান (সংসদ), আর্মড ফোর্সেস (আর্মি) ও জুডিশিয়ারি (আদালত) হলো এক মহা জুলুমের ছদ্মবেশী তিন যন্ত্র, যারা পরস্পর পরস্পরকে সাহায্য করে জুলুম টিকিয়ে রাখার জন্য। তারচেয়েও বড় জালিম হলো big corporations: বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা তাবৎ দুনিয়াকে দাস বানিয়ে রেখেছে। আর এই দাসত্বের শৃঙ্খলে তারা আমাদেরকে আবদ্ধ করেছে ব্যাঙ্কিং সিস্টেমের মাধ্যমে: টাকা আমাদের শ্রমকে ধারণ করে, অথচ সেই টাকার মূল্য আপ-ডাউন করায় অন্যরা -- ব্যাংক ব্যবসায়ীরা! টাকা আমাদের শ্রমকে সঞ্চয় করার মাধ্যম, অথচ সেই টাকা আমরা প্রিন্ট করি না, প্রিন্ট করে (ব্যাংকের আড়ালে) কিছু ব্যবসায়ী! সেই টাকার মান কমে যাওয়া (বা বেড়ে যাওয়া) আমরা নির্ধারণ করি না -- নির্ধারণ করে ব্যাঙ্ক (ব্যবসায়ীরা)! ইমাম হুসাইনের (আ.) প্রতিবাদী চেতনাকে ধারণ করব, শোকাহত হ

ধর্মব্যবসা: মুসলমানদের হাতে ইসলাম ধ্বংসের অতীত-বর্তমান (১)

ভূমিকা যদিও পলিটিকাল-রিলিজিয়াস ইস্যুতে নিশ্ছিদ্র আর্গুমেন্ট উপস্থাপন করে আলোচনা করার অভ্যাস আমার, কিন্তু এখানে বিস্তারিত ইতিহাস তুলে ধরে আর্গুমেন্ট করার প্রথমতঃ ইচ্ছা নেই, দ্বিতীয়তঃ সময় ও সুযোগ নেই। আমি যা সত্য বলে জানি, তা সংক্ষেপে তুলে ধরছি। যারা আমার উপর আস্থা রাখেন তাদের জন্য এই লেখাটি সোর্স অব ইনফরমেশান, উন্মুক্ত হৃদয়ের মানুষদের জন্য সত্য অনুসন্ধানের নতুন কিছু টপিক, আর প্রেজুডিসড ধর্মান্ধ রোগগ্রস্ত অন্তরের জন্য রোগ বৃদ্ধির উছিলা। শেষ পর্যন্ত আর্গুমেন্ট ও ডায়লগের দুয়ার উন্মুক্ত রাখার পক্ষপাতী আমি, কিন্তু সেই আর্গুমেন্ট অবশ্যই সত্য উন্মোচনের নিয়তে হওয়া উচিত, নিজের দীর্ঘদিনের লালিত বিশ্বাস ও ধ্যান ধারণাকে প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যে নয়। মক্কা-মদীনা: মুহাম্মদ (সা.) থেকে আলে-সৌদ (৬২৯-১৯২৪) এদেশের অধিকাংশ মানুষ মক্কা-মদীনার ইতিহাস কেবল এতটুকু জানেন যে, মুহাম্মদ (সা.) মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন। কিন্তু প্রায় চৌদ্দশ’ বছর আগে মুহাম্মদ (সা.) এর প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র থেকে আজকের রাজতান্ত্রিক সৌদি আরবের ইতিহাস কম মানুষই জানেন। প

পিস টিভি, জাকির নায়েক ও এজিদ প্রসঙ্গ

সম্প্রতি গুলশান হামলার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া ও বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। আমি তখন দিল্লীতে ছিলাম। দেশে ফিরে শুনি পিস টিভি ব্যান করা হয়েছে বাংলাদেশে, এবং তার আগে ইন্ডিয়াতে। আমার বাসায় টিভি নেই, এবং আমি জাকির নায়েকের লেকচার শুনিও না। কিংবা পিস টিভিতে যারা লেকচার দেন, বাংলা কিংবা ইংলিশ -- কোনোটাই শুনি না; প্রয়োজন হয় না। তাছাড়া আমার ইসলামের বুঝ জাকির নায়েকসহ পিস টিভি ও তার বক্তাদেরকে ইন জেনারেল আমার কাছে অগ্রহণযোগ্য করে তুলেছে। Peace TV বন্ধ হওয়ায় এদেশে বিকৃত ইসলাম প্রসারের গতি কমলো -- এটাই আমার মনে হয়েছে। একইসাথে আমি এটাও মনে করি যে, যেই অভিযোগ পিস টিভিকে ব্যান করা হয়েছে, তা নিছক অজুহাত। জাকির নায়েক কখনো জঙ্গীবাদকে উস্কে দিয়েছেন বলে আমার জানা নেই। কিংবা পিস টিভির লেকচার শুনে শুনে ISIS জঙ্গীরা সন্ত্রাসী হয়েছে -- এটা নিতান্তই হাস্যকর কথা। ISIS এর ধর্মতাত্ত্বিক বেইজ সম্পর্কে মোটেও ধারণা নেই, এমন লোকের পক্ষেই কেবল ISIS এর জন্য জাকির নায়েককে দোষ দেয়া সম্ভব। একইসাথে আমি এ বিষয়েও সচেতন যে, পিস টিভি বন্ধ করা হয়েছে আমাদের সরকারের রেগুলার “ইসলামবিরোধী কর্মকাণ্ডের অংশ